করোনা জয়ের পর রোগীদের জন্য চালু করলেন অ্যাম্বুলেন্স সেবা

নিজস্ব প্রতিবেদক:
 

করোনা থেকে বেঁচে ফিরে বিবেকের প্রতি দায়বদ্ধ থেকে ব্যাক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে করোনায় আক্রান্ত রোগীদের পরিবহনের স্বার্থে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশকে দুটি এ্যাম্বুলেন্স প্রদান করেন সম্প্রতি করোনা থেকে বেঁচে ফেরে।

 
৩০জুন দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সালেহা ফয়েজের পক্ষ থেকে পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানের নিকট এই এ্যাম্বুলেন্স দুটি প্রদান করা হয়।
 
জানা যায়, করোনা জয়ী বেগম সালেহা ফয়েজ তার ছেলে ফিনলে স্কয়ার শপ ওনার্স এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ খালেদ ,তার ভাই যিনি নিজেও করোনা জয়ী এবং চট্টগ্রামের প্রথম প্লাজমা দাতা মিয়া মোহাম্মদ তারেক এবং তাদের মামা দক্ষিন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলারের ঐকান্তিক ইচ্ছায় করোনার এই দুঃসময়ে মানবিক বিপর্যয়ের কালে অসহায় রোগীদের পরিবহনের স্বার্থে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের দুইটি থানা পাঁচলাইশ মডেল থানা এবং কোতয়ালী থানার জন্য দুইটি এম্বুলেন্স প্রদান করে থাকেন।
 
বিষয়টিকে অনেক বড় মানবিক উদ্যোগ ও বিশাল হৃদয়ের পরিচয় বলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।এসময় উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘‘তাদেরকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশাকরি উক্ত এম্বুলেন্স অসহায়, ভুক্তভোগী মানুষের সহায়তায় পাশে দাঁড়ানোর সহায়ক ভূমিকা পালন করবে।’’
এসময় সেখানে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা ,অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)জনাব এস.এম. মোস্তাক আহমেদ খান বিপিএম,পিপিএম(বার),অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)জনাব শ্যামল কুমার নাথসহ পুলিশের অনন্য ঊর্ধবতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা