অসুস্থ কর্মীর খোঁজ নিতে চবি ছাত্রলীগ সাধারণ সম্পাক

চবি প্রতিনিধিঃ

সারাদিন নানান কাজে ব্যস্ততা। সব ব্যস্ততা শেষ করে যখন রুমে একটু বিশ্রাম নিবেন। হঠাৎ মনে পড়ে গেল কিছুদিন আগে মোটরবাইক দুর্ঘটনায় গুরুত্বর আহত কর্মীর কথা। ছুটে গেলেন সেই কর্মীর খোঁজ নিতে।

বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপুর কথা।

সাধারণ সম্পাদক হওয়ার আগেও এমনই কর্মী বান্ধন ছিলেন তিনি। সুখে-দুঃখে পাশে থাকতেন কর্মীদের। সাধারণ সম্পাদক হয়েও একই চরিত্রের অধিকারী তিনি।

জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষধ সংলগ্ন এলাকায় দুই মোটরবাইকের মুখোমুখি সংষর্ঘে বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ কর্মী আহত হন। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মুকুল বিন্দু নামের এক ছাত্রলীগ কর্মী অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে উন্নত চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হলে তাকে দেখতে যান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু বলেন, আমি চাই প্রতিটি কর্মীর সুখ-দুঃখ ভাগাভাগি করতে। তাদের পাশে দাড়াতে। তাদের সহযোগিতা নিতে। তাদের সহযোগিতাই আমার অনুপ্রেরণা। সকলের সহযোগিতাই এ ইউনিটকে একটি সুশৃঙ্খল ইউনিটে পরিণত করতে পারব।