অফিসরুম দখলকে কেন্দ্র করে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

বশেমুরবিপ্রবি প্রতিবেদক

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রুম দখলকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷

রবিবার বেলা ১২টার দিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অফিসরুম দখল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিকাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ঐ বিভাগের অফিসরুমে হামলা চালায় ৷ এসময় ভিতরে অবস্থানরত আন্তর্জাতিক বিভাগের শিক্ষিকা মাহাবুবা উদ্দিন আহত হন ৷
পরে হামলাকারী শিক্ষার্থীৱা আবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা চালায় ৷
এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি শেখ আবদুর রহিমসহ অন্তত ১৫জন শিক্ষার্থী আহত হয় ৷ এদের ভিতর ঐ বিভাগের নিলরঞ্জন গুরুতর আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ৷

এবিষয়ে আন্তর্জাতিক বিভাগের মাহাবুবা উদ্দীন বলেন, “আমি অফিসে কাজ করছিলাম এমন সময় কিছু শিক্ষার্থী এসে অফিস রুমে হামলা চালায় ৷ এসময় তারা জানালার কাঁচ ভাঙ্গে তাতে আমি গুরুতর আহত হই ৷ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এমন ব্যবহার সত্যিই দুঃখজনক।

এঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে৷

এমডি/এমএইচ/বাংলাবার্তা