‘অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না’- বিদ্যুৎ সচিব

নিজস্ব প্রতিবেদক:
 

কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ। পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন অভিযোগের ব্যাপারে সমাধান দেয়া হচ্ছে বলেও জানান তিনি। রোববার ( ৫ জুলাই) দুপুরে ভার্চ্যুয়াল মিটিংয়ে ড. সুলতান আহমেদ এসব তথ্য জানান।

বিদ্যুৎ সচিব বলেন, কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে না। কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিল পরিশোধ করতে হবে না। যেসব অভিযোগ এসেছে তাদের বিল সমন্বয় করা হচ্ছে। আরও অভিযোগ এলে সেগুলোও সমন্বয় করা হবে।

 
সামাজিক দূরত্ব রাখতে গিয়ে মিটার না দেখে আগের বিলের সঙ্গে গড় করে বিল করায় কিছু সমস্যা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। সচিব বলেন, এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে, শাস্তির আওতায়ও এসেছেন অনেকে। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমডি/এমএইচ/বাংলাবার্তা