না ফেরার দেশে ফুটবলের রাজপুত্র: বিদায় ম্যারাডোনা

507
স্পোর্টস ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের ঈশ্বর ও রাজপুত্র খ্যাত আর্জেন্টাইন ফুটবলার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। মৃত্যুর আগে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন।

 
বুধবার (২৫ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাক করেন ম্যারাডোনা। এরপর অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি এই কিংবদন্তি। এ ছাড়া সংবাদমাধ্যম ‘ক্লারিন’ও নিশ্চিত করেছে ম্যারাডোনার মৃত্যুর খবর।

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন ম্যারাডোনা।

 
এমএম/এমএইচ/বাংলাবার্তা