নিজস্ব প্রতিবেদকঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফারিয়া নড়িয়া শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় লাইভ কেয়ার হাসপাতালের মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত এই কমিটি আগামী ১ বছর তাদের দায়িত্ব পালন করবেন।
সন্ধ্যা ৭ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত সর্বমোট ৮৩ ভোটারের মধ্যে ৭২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ২টি ভোট বাতিল করেন নির্বাচন কমিশন।
এতে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, দুটি পদের বিপরীতে মোট ৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
নির্বাচন কমিশনের ফলাফলে দেখা যায়। এতে ৫৩ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন ইলিয়াছ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছেন ১৯ ভোট।
এদিকে, ৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সজিব মাতুব্বর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইউব আলী সরদার পেয়েছেন ৩৫ ভোট।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- ডা. গোলাম ফারুক। তত্বাবধানে ফারিয়ার বিভিন্ন সদস্যরা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন।
এফএম/পিএ/বাংলাবার্তা