‘দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আত্ম সন্তুষ্টিতে বিভোর হয়ে গেলে চলবেনা’ তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অবিশ্বাস্য সফলতায় স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী অপশক্তি দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। যেকোন অপরাজনীতি ও অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আত্ম সন্তুষ্টিতে বিভোর হয়ে গেলে চলবেনা, সমাজ ও জনগণের সেবায় সবসময় সজাগ থাকতে হবে।

রবিবার (৯ জানুয়ারী) রাত ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিগুলোর চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে এক বিনিময় সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এদিন মিন্টো রোডে মন্ত্রীর সরকারী বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন দলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগের উপ-কমিটিগুলোর নেতারা।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং উপ-কমিটির সদস্যদের মধ্যে সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, বেলাল নূরী, সুপ্ত বডুয়া, ব্যরিস্টার কফিল উদ্দিন, মো. শহীদুল্লাহ কাউসার, মুফতি মাসুম বিল্লাহ, রাশেদূল ইসলাম রাসেল, অধ্যাপক রেজাউল করিম, মামুন চৌধুরী, এরশাদুল কবির আবিদ, এম শাহাদাৎ নবী খোকা, মোহাম্মদ তাজ উদ্দিন, রাশেদুল ইসলাম, শাদাত আনোয়ার সাদি, সাইফুল ইসলাম, সাবরিনা চৌধুরী, মো. আকতার হোসেন উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় বিভাগ ভিত্তিক সম্পাদকীয় উপ-কমিটিগুলোকে আরও গতিশীল করা এবং চট্টগ্রামের দলীয় কর্মকাণ্ডে উপ-কমিটির সদস্যদের যথাযত সাংগঠনিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়নের গতি আজ পৃথিবীর কাছে বিস্ময়কর। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দলীয় ঐক্য ও জনতার শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক অপরাজনীতি বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

এমএইচ/বাংলাবার্তা