মাদরাসা শিক্ষা বোর্ড আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
 
‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আইন-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। পরে দুপুরে এক ব্রিফিংয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
 
তিনি আরো জানান, বাংলাদেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধবিহার নির্মাণের লক্ষ্যে লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্ট এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

এমডি/এমএইচ/বাংলাবার্তা