অনলাইন ক্লাসের সিদ্ধান্তের আগে শিক্ষার্থীদের সামর্থের কথা ভাবছে চবি কতৃপক্ষ

চট্টগ্রাম বিশ্বদ্যিালয়
চট্টগ্রাম বিশ্বদ্যিালয়
চবি প্রতিনিধি:
 
দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস পরিচালনা করছে। আবার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এখনো অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। যদিও এর একটি অন্যতম কারন- কতৃপক্ষ শিক্ষার্থীদের বিষয়টা নিয়ে ভাবছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান জানান, আমাদের ক্যাম্পাস যেহেতু লকডাউনে আছে তাই আমরা এখনই অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিতে পারছি না। কারণ, সিদ্ধান্তের জন্য সকল পক্ষের সাথে বসতে হবে। ডিনদের সাথে বৈঠক আছে, বিভাগীয় সিদ্ধান্ত আছে। আর এসকল কার্যক্রম লকডাউনের মধ্যে পরিচালনা করা সম্ভব না। তাছাড়া শিক্ষার্থীদের সামর্থ থাকা না থাকার বিষয়টিও আমরা ভাবছি। তাই সেই হিসেবে সবকিছুৃ চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা