ঈদগাহ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে সোহেল

529
কক্সবাজার প্রতিনিধিঃ:
 
কক্সবাজার জেলার ঈদগাহ থানা ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সোহেল। ইতিমধ্যে সেই লক্ষ্যে তিনি কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
 
মোহাম্মদ সোহেল ঈদগাহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ঈদগাহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, ঈদগাহ হাইস্কুল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ছিলেন।
 
তাছাড়াও, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আইন পরিষদের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।তার পিতা আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী।
 
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সোহেল ২০০৭ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগ মতাদর্শের পরিবারে জন্ম নেয়ায় ছোটবেলাতেই ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। জামাত শিবিরের শত চক্রান্তের পরও পিছু হটেননি ছাত্রনেতা মোহাম্মদ সোহেল।
 
বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ করে মোহাম্মদ সোহেল বলেন, ”কক্সবাজার জেলার ঈদগাহ থানার তৃণমূল ছাত্রলীগ থেকে উঠা আসা প্রার্থী আমি। যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হই তাহলে ছাত্রলীগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নে কাজ করব। কারণ ছোটবেলা থেকেই আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন। বিএনপি-জামায়াতের তাণ্ডব, যুদ্ধাপরাধীধের বিচার ইস্যুতে রাজপথে সামনের সারিতে থেকে আন্দোলনে ছিলাম। ভবিষ্যতেও থাকব।”
 
তিনি আরো বলেন, ”আমি বঙ্গবন্ধুর তনয়া দেশনেত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচটি নির্দেশনা মনে প্রাণে বুকে ধারন করেছি। নেত্রীর দেয়া সকল নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবো।”
এসএস/এফএম/বাংলাবার্তা