ডবলমুরিং থানা ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডবংমুরিং থানা ছাত্রলীগ।

শনিবার(৪ ফেব্রুয়ারি) সকালে নগরের দেওয়ানহাট মোড়ে ছাত্রলীগ ও যুব স্কোয়ার্ডের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গনি আলমগীর।

তিনি বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য। আজ কোথাও বিএনপি-জামায়াত বিভাগীয় সমাবেশে নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত। সুতরাং সাবধান হয়ে যান, চট্টগ্রামে শান্তি -শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবেন না। চট্টগ্রামে মানুষ খুবই শান্তিপ্রিয়, কিন্তু গর্জে উঠলে দাবিয়ে রাখা যায় না।
সমাবেশের নামে পুলিশের ওপর হামলা করবেন, গাড়ি ভাংচুর করবেন, মানুষের জানমালের ক্ষতি করবেন-তখন কিন্তু ছাড় দেওয়া হবে না।

নগর ছাত্রলীগ সহ-সম্পাদক সৈয়দ আনিসুর রহমানের সভাপতিত্বে ও ডবলমুরিং থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হায়দারের সঞ্চালনায় প্রতিবাদে এতে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, ১২নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন, ২৫ রামপুর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাবেদ রহিম মুন, এম.ই.এস কলেজ ছাত্রনেতা ইউছুপ আলী বিপ্লব, ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, মারুফ মির্জা, সদরঘাট থানা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল মনির, ডবলমুরিং থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক অনি মজুমদার, ক্রীড়া সম্পাদক হাবীব আদনান মন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শফিকুর রহমান রবিন, সদস্য নিলয়, সদরঘাট থানা ছাত্রলীগের সদস্য ইয়াসিন আরাফাত প্রমুখ।

এসএস/বাংলাবার্তা