করোনায় চবি উপাচার্যের স্বামীর মৃত্যু

297
ক্যাম্পাস প্রতিবেদক:
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) লতিফুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লতিফুল আলম করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ-এ বেশ কয়েকদিন ভেন্টিলেশনে ছিলেন। রাতে তিনি মৃত্যুবরণ করেন।
 
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকায় প্রথম জানাজা এবং বাদে যোহর নগরের দামপাড়া হযরত গরীবুল্লাহ শাহ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
 
জানাজার পর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) লতিফুল আলমকে হযরত গরীবুল্লাহ শাহ (রহ.) মাজারস্থ কবরস্থানে দাফন করা হবে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা