Thursday, November 13, 2025
Homeবিভাগচট্টগ্রামষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আমাকে, চেয়ারম্যান মিজান

ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আমাকে, চেয়ারম্যান মিজান

নিজস্ব প্রতিবেদক: সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

গত রবিবার রাতে শিবের হাট চত্বরে সমন্বিত ঐক্য পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, অন্যায় এবং চাঁদাবাজীর বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। আমাকে বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক প্রতিযোগিতায় আমাকে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্রকারীরা আমাকে সন্দ্বীপের মানুষের কাছে ছোট করতে মরিয়া হয়ে উঠেছে। আমি জীবিত থাকতে তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না।

তিনি আরও বলেন, পাওনা টাকা আনতে আমাকে আপন আবাসিকে ডাকা হয়। আমি পৌঁছার ৫ মিনিটের মধ্যে সেখানে পুলিশ আসে। আমি খুলশী থানায় আসার আগেই ষড়যন্ত্রকারীরা ফেসবুকে বিভিন্ন বেনামী আইডি থেকে আমাকে খুলশী থানায় গ্রেফতার করা হয়েছে মর্মে প্রচার করতে থাকে। এ থেকে স্পষ্ট হয় এটি ছিলো পূর্ব পরিকল্পিত। এমনকি আমাকে আটকে রেখে মামলা দিতে ষড়যন্ত্রকারীরা থানায় ফোন পর্যন্ত দিয়েছে।

সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান চেয়ারম্যান ও তার পরিবারকে সন্দ্বীপের মানুষ চিনে। তার পারিবারিক ঐতিহ্য আমাদের সকলেরই জানা। তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করে আমাদের মন থেকে মুছে ফেলা যাবেনা।

এর আগে গত শনিবার রাত ১০ টায় খুলশী থানা পুলিশ একটি জুয়ার আসর থেকে আটক করে মিজানুর রহমানকে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments