চট্টগ্রামে বিএনপির পথসভার বিপরীতে যুবলীগের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আয়োজিত নগর বিএনপি’র পথসভার বিপরীতে সহিংসতা বিরোধী কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত পথসভার বিপরীতে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে সহিংসতা বিরোধী একটি বিশাল মিছিল নগরীর কর্নেলহাট মোড় থেকে শুরু করে অলংকার মোড়ে গিয়ে অবস্থান করে। সেখানে অবস্থানকালীন সময়ে বিএনপি নেতা কর্মীর একটি মিছিল থেকে বিচ্ছিন্নভাবে জনসাধারণের জান-মালের উপর হামলা শুরু করলে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া খেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

উক্ত অবস্থান কর্মসূচিতে নগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল তার বক্তব্যে বলেন, আমরা সকলেই জানি বিএনপি নেতাকর্মীরা কর্মসূচির নামে উগ্রবাদী কার্যকলাপ মাধ্যমে জনগণের জান-মালের ক্ষয় ক্ষতি করে। তাই আমরা যুবলীগের পক্ষ থেকে বিএনপি কর্তৃক যেকোনো ধরনে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ও জনগণের জানমাল রক্ষার্থে রাজপথে অবস্থান গ্রহন করি। শুধু আজকেই নয় বিএনপি কর্তৃক যেকোনো ধরনের সহিংসতা থেকে জনগণের জান-মাল রক্ষার্থে আমরা যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুদ্দীন সাইফুল, সাবেক ছাত্রনেতা সৈয়দ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু শাহাদাত মুহাম্মদ সায়েম, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, ২৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক-সম্পাদক আলমগীর চৌধুরী আলো, যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, রবিন, আরিফ মুহাম্মদ হারুনী, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, এসএম ফারুক, পাহাড়তলী সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, হুমায়ুন কবীর, আকবরশাহ্ থানা সেচ্ছাসেবক লীগ নেতা আজাদ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, বাবু,হালিশহর একুশে ক্লাবের সভাপতি আবু সায়েদ হাফিজ, মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, আতিফ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আরদীন, কোতোয়ালি থানা ছাত্রলীগের সহ-সভাপতি আজাহার মুন্না , যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, ২১নং জামালখাঁন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়েদুল আলম আশিক, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এমইউ সোহেল, নাজিম,ফারহান উদ্দিন খাঁন, ছাত্রনেতা রতন,তামিম, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন , সিদ্ধার্থ শংকর দাশ, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আজাদ প্রমুখ।