বাকলিয়া কল্পলোক আবাসিক প্লট মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক: নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা প্লট মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) রাতে বাকলিয়ার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির বার্ষিক আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।

এসময় বক্তারা বলেন, কল্পলোক আবাসিক এলাকাকে একটি মডেল আবাসিকে রূপান্তরিত করার জন্য যা যা করার দরকার বর্তমান কমিটি তাই করবে। ইতোমধ্যে আমরা বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছি। কিছু কাজ শুরুও হয়েছে। আমাদের কার্যকালের মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এ আবাসিকের  সমস্যাগুলো দূর করার জন্য। এতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।

বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা প্লট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবিনুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও কল্পলোক আবাসিক মালিক সমিতির সভাপতি ড. কামাল হোসাইন।

এতে উপস্থিত ছিলেন বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা প্লট মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি সফদর আহম্মদ সিকদার, এ কে এম নূরুল আবছার, সরদার মোহাম্মদ জোবায়ের, মো. ইলিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের, মো. জুয়েল রানা, মো. জিয়া উদ্দিন বাবলু, অর্থ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন কবির, সহ অর্থ সম্পাদক মনজুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো. জমির আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মো. আরিফ চৌধুরী, দফতর সম্পাদক মো. ইয়াছিন সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুছা চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন ফারুক ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সিকদার মিয়া, মো. মাসুদ করিম।

সভা শেষে উপস্থিত সবার জন্য মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।