নিউজ ডেস্ক: নগরের বাকিলিয়া কল্পলোক আবাসিক এলাকা প্লট মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে প্লট মালিকরা ভোটের মাধ্যমে নির্বাচনের দাবি তুলেছেন।
শরিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাকলিয়ার অনন্ত বিলাস কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি ও সাধারণত সম্পাদক সমিতির বার্ষিক আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।
বক্তারা বলেন, দীর্ঘ ছয় বছর সিলেকশনের মাধ্যমে নির্বাচন হয়েছে। এবার আমরা ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক নিয়মে যেই আসুক না কেন, আমরা নির্বাচিত প্রতিনিধি চাই। যাদের মাধ্যমে কল্পলোকের উন্নয়ন হবে। কল্পলোক এখন মাদকের আড্ডাখানা, চারদিকে ধুলাবালি, অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল করছে। আমরা চাই
সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হোক। যাদের হাত ধরে এসব সমস্যার সমাধান হবে।
সভাপতি আলহাজ্ব মো. আবু তাহের চৌধুরী বলেন, আজকে এ সভার মাধ্যমে আমাদের সমিতির সদস্যদের মাঝে ২০২১-২২ সেশনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে। এবং আগামী সেশনের নির্বাচন বিষয়ে কথা হয়েছে। নির্বাচনের মাধ্যমে যারা দায়িত্বে আসবেন তারাই কল্পলোক পরিচালনা করবেন। আগামী মার্চ মাসের মধ্যে আমরা নির্বাচন শেষ করে নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করবো।
জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক ওয়াহিদুল আলাম বলেন, আমরা তাদের সাথে কথ বলে শীঘ্রই নির্বাচনের আয়োজন করবো। আশা করছি গেজেটের তারিখের মধ্যে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারব।
সভা শেষে আগামী নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মালিক কল্যাণ সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক ইমতিয়াজ কবির, ইলিয়াছ, আবু তাহের, জুয়েল, শফিক আনাম, জাহেদ আওয়াল প্রমূখ।