চমেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন নওফেল

392
শিক্ষা উপমন্ত্রী নওফেল
শিক্ষা উপমন্ত্রী নওফেল
নিজস্ব প্রতিবেদকঃ
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
 
গত ২০ আগস্ট(বৃহস্পতিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দায়িত্ব দেওয়া হয় তাকে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন প্রদান প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গত ১৩ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনের অনবৃত্তিক্রমে জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে মনোনয়ন প্রদান করা হল।
 
এফএম/বাংলাবার্তা