নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলায় ৬০ জন। ফলোআপ ৬ জন। নেত্রকোনা জেলায় ২২ জন ও শেরপুর জেলায় ১ জন। এছাড়া জেলায় ২ জন রয়েছে।
ময়মনসিংহ জেলায় নতুন আক্রান্ত ৬০ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদরে-৩৬ জন, ত্রিশাল-৪ জন, ফুলপুর-৪ জন, তারাকান্দা-৩ জন, ঈশ্বরগঞ্জ-৩ জন, মুক্তাগাছা-৩ জন, হালুয়াঘাট-৩ জন, ভালুকা-২ জন ও ফুলবাড়ীয়া-২ জন।
নেত্রকোনা জেলায় ২২ জনের মধ্যে সদর-৬ জন, আটপাড়া-৭ জন, মদন-৪ জন, পূর্বধলা-৪ জন, কেন্দুয়া-১জন। শেরপুর জেলার ঝিনাইগাতীতে-১ জন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৩, ২৫১ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১,৮৮৯জন, জামালপুর জেলায় ৫৫৬ জন, নেত্রকোনা জেলায় ৫৪২ জন এবং শেরপুর জেলায় ২৪৭ জন।
আজ ১০০ জনসহ চার জেলায় সর্বমোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৩৫ জন। বিভাগে সর্বমোট মারা গেছেন ৩৬ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ২১ জন, জামালপুর জেলায় ৯ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ৩ জন।
এসএস/এমএইচ/বাংলাবার্তা