ক্রীড়া প্রতিবেদকঃ
প্রথমবারের মতো স্বপ্নের ফাইনাল খেলতে নামছে টাইগারা। যুব বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। । শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আজ দেশবাসীর দৃষ্টিজুড়ে থাকবেন অনূর্ধ্ব-১৯ দলের ১১ ক্রিকেটার।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর বলেন, ‘আমরা এই ফাইনালকে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) স্বাভাবিক ম্যাচ হিসেবে নিচ্ছি। ফাইনাল ম্যাচ খেলার জন্য ছেলেরা সত্যি অধীর হয়ে আছে। ঘরে ট্রফি নেওয়ার জন্য এটা আমাদের জন্য খুবই ভাল সুযোগ।
আকবর আরও বলেন, ‘আমরা পুরনো ম্যাচগুলো বিশ্লেষণ করছি এবং তা থেকে শেখার চেষ্টা করছি। আশা করি আমরা ভারতকে হারাবো। ’