নিজস্ব প্রতিবেদক:
পটিয়ায় অস্ত্রসহ ছিনতাইকারীর এক হোতাকে পুলিশ গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ছিনতাইকারী রাজু প্রকাশ গুলি রাসেল (২৭)। সে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডীর জাফর আহমদের পুত্র। গুলি রাসেলের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ২০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে তার গ্রামের বাড়ি পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেন।
ছিনতাইকারী রাসেলসহ তার সহযোগীরা গত ৩ মে রাতে পটিয়া পোস্ট অফিস থেকে কাগজী পাড়া যাওয়ার পথে আমার কাছ থেকেও গলায় ছুরি ধরে বাইপাসে নিয়ে মোবাইল ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়।এ ঘটনায় আমি গত ৪ মে থানায় অভিযোগ করছিলাম।
এসএস/এমএইচ/বাংলাবার্তা