নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এসময় প্রচুর নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সংগঠনকে ইতিবাচক ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাবার্তা/ এমএম