৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল এক পুলিশ সদস্য


মাহমুদুল হোসাইন


করোনা মহামারীতে থমকে গেছে সমগ্র বিশ্ব। উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের পরিবার কোনমতে চললেও নিম্নবিত্ত মানুষের দু’বেলা খাবার যোগারের পথ বন্ধ হয়ে গেছে। ফলে গরীবের শেষ ভরসা সরকার ও উচ্চবিত্ত মানুষের সহযোগিতা।


চট্টগ্রাম খুলশী থানার উপ- পুলিশ পরিদর্শক খাজা এনাম এলাহী নিজ টাকায় ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।


সোমবার খুলশী থানাধীন মতিঝর্ণা, পোড়াকলোনী, ট্যাংকীর পাহাড়, টাইগারপাস, ডেবারপাড়, ঝাউতলা এলাকায় হতদরিদ্র ৫০ পরিবারকে৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল- ১ কেজি পেয়াজ- ১ কেজি আলু- ও ১টি করে ডেটল সাবান দেন।


উপ- পুলিশ পরিদর্শক খাজা এনাম এলাহী বলেন, দেশের এমন ক্রান্তিকালে মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হবে। সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজের জায়গা থেকে গরীব মানুষদের সহযোগিতা করা উচিৎ সবার। আপনি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার চিন্তা করছেন, আর গরীব মানুষগুলো এখন না খেয়ে মারা যাওয়ার চিন্তায় রয়েছে। দিনমজুরের এখন আর কাজ নেই৷ একবেলা কাজ না করলে যাদের দু’বেলা খাবার জোটে না, তাদের কথা চিন্তা করুন। নিজের সাধ্যের মধ্যে আমি যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। সামর্থ থাকলে আরও করবো। আপনিও আপনার জায়গা থেকে এগিয়ে আসুন। মানুষের পাশে দাঁড়ান।

এমএইচ/বাংলাবার্তা