৫’শ পরিবারের পাশে হিরো আলম, ‘আমি গরিবের সন্তান-তাদের দুঃখ বুঝি’

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস আতঙ্কে দিন কাটছে মানুষের। সবকিছু স্থবির হওয়ায় নিম্নবিত্তের কষ্টটা আরো বেশি। এ অবস্থায় অনেকেই তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ব্যতিক্রম নন আলোচিত চরিত্র আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলমও।


প্রায় ৫০০ অসচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন হিরো আলম। তার নিজ জেলা বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রামের মানুষদের ঘরে ঘরে গিয়ে ভ্যানে করে চাল-ডালসহ নানা উপকরণ পৌঁছে দিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন, আমার খুব একটা সামর্থ্য না থাকলেও যা পেরেছি করেছি। তবে আমি চাই সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসুক। আমি সামান্য মানুষ হতে পারি। কিন্তু আমি তাদের দুঃখ বুঝি, কারণ আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান। এখন হয়তো কিছুটা আল্লাহ দিয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।


এমডি/ এমএইচ/ বাংলাবার্তা