২৬ মার্চ থেকে দরিদ্রদের খাবার দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক


করোনা ভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে দেওয়া সাধারণ ছুটি চলাকালে হত-দরিদ্র গোষ্ঠীর জন্য খাবার যোগাবে জেলা প্রশাসন। ভাসানচরে নির্মিত রোহিঙ্গা ক্যাম্পটিও হত-দরিদ্রদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সরকার।


সোমবার (২৩ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি। এসময় জরুরি সেবা ব্যতীত সবধরনের সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে। গণপরিবহনও সীমিত আকারে চলাচল করবে।


মন্ত্রীপরিষদ সচিব জানান, ২৪ মার্চ থেকে ৬৪ জেলায় মাঠ পর্যায়ে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেইট তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে। এসময় কাচাঁবাজার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও জরুরী সেবা খোলা থাকবে। তবে ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চলবে।


এছাড়া সকল ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে মসজিদের পরিবর্তে ঘরে থেকে ইবাদতের জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

এফএস/এমএইচ/বাংলাবার্তা