২৫ পরিবারকে খাদ্যসামগ্রী দিল চবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আবারও ২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


আজ বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিপোবন এলাকায় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপুর নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবদুল মালেক,সুমন নাছির,সাইদুল ইসলাম সাইদ, রাজু মুন্সি, আলতাফ হোসেন, সৌমেন,সাদ্দাম, সুজয়,ওয়াহেদ,তানভীর হাসান সহ অন্যান্যরা।


এ বিষয়ে জানতে চাইলে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, রাতদিন পরিশ্রম করে আমরা আমাদের ধারাবাহিক কাজের কর্মসূচি হিসেবে আবারও ২৫ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আশা রাখি আপনাদের দোয়ায় আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।

এসএস/ এমএইচ/ বাংলাবার্তা