১৭ বছরের কিশোর আবিষ্কার করলো ধর্ষণ প্রতিরোধক জুতা!

বিশেষ প্রতিনিধিঃ

সিদ্ধার্থ মন্ডল। বয়স এখনো ১৮ পেরোয়নি। এর মধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। আবিষ্কার করেছেন ধর্ষণ প্রতিরোধক ইলেকট্রনিক জুতা।

সিদ্ধার্থের আবিষ্কৃত এই জুতা পায়ে থাকলে কেউ ধর্ষণ করতে আসলে অটোমেটিক বৈদ্যুতিক শক দিবে জুতা। পাশাপাশি পুলিশ ও পরিবারের সদস্যদের সর্তক বার্তা পাঠাবে স্বয়ংক্রিয়ভাবে।

জুতাটি আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটিকে আলাদাভাবে চার্জ দেয়ার প্রয়োজন হবে না। হাঁটা চলার সময় নিজ থেকে চার্জ হয়ে যাবে।