Friday, July 18, 2025
Homeবিভাগচট্টগ্রাম১১ কেজি ওজনের মা মাছ উদ্ধার, জরিমানা ১২ হাজার

১১ কেজি ওজনের মা মাছ উদ্ধার, জরিমানা ১২ হাজার

 
নিজস্ব প্রতিবেদক:
 
হালদায় বড়শি দিয়ে মা মাছ শিকার করার সময় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের মোয়াজ্জেম খান বাড়ি টেক এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ১১ কেজি ওজনের একটি মা মাছ (কাতল) জব্দ করেন উপজেলা প্রশাসন। অবৈধভাবে মা মাছ শিকারের দায়ে ওই এলাকার মোহাম্মদ ইউনুস সোহেল নামের এক ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাছটি হালদা রিসার্চ ল্যাবে পাঠানো হয়েছে।
 
শনিবার (১৩ জুন) দুপুরে অভিযান চালিয়ে মা মাছ উদ্ধার করে, জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘ হালদায় তেমন জাল নাই কয়েক সপ্তাহ ধরে,সন্দেহ হচ্ছিল ব্যাপার কি? হঠাৎ গতকাল শুক্রবার রাতে খবর পেলাম রাতে মাছ ধরে। এবার জাল না,তারা ব্যবহার করছেন বড়শি। বিশেষজ্ঞদের সাথে কথা বললে তারা জানান, ডিম ছাড়ার পর মা মাছের খাবারের চাহিদা বেড়ে যায়। আর এই সুযোগে বড়শি দিয়ে রাতে একটি চক্র মাছ ধরে। মাছ শিকারের খবর পেয়ে সকালেই বের হয়ে পড়লাম। সঙ্গে ছিলেন ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু। তারপর অভিযান চালিয়ে সোহেলকে আটক করে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। আর মাছটি হালদা রিসার্চ ল্যাবে পাঠিয়ে দেয়া হয়েছে।’
 
এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments