১০০ পরিবারকে নববর্ষের উপহার সামগ্রী দিল চুয়েট ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদক:

সারাবিশ্বব্যাপী কোভিড-১৯ এর সংক্রমণের কারণে লকডাউন চলছে। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এমতাবস্থায়, সারা দেশে অঘোষিত লকডাউন চলছে। লকডাউনের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটেখাওয়া দরিদ্র মানুষজন। এই অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, রিক্সাচালক,দিনমজুর ও আশেপাশের ১০০টি দরিদ্র পরিবারকে তুলে দেয়া হয়েছে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বাংলা নববর্ষের উপহার সামগ্রী। প্রতিটি উপহার সামগ্রীর মধ্যে রয়েছে – ৩কেজি চাল,১ কেজি ছোলার ডাল,১/২কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল,২ কেজি আলু।


বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৈয়দ ইমাম বাকের এর উদ্যোগে ও কিছু নেতাকর্মীদের সহায়তায় একটি ফান্ড গঠন করা হয়। এতে আন্তরিক সহযোগিতা করেন চুয়েটের কিছু শিক্ষক ও সাবেক নেতৃবৃন্দ। এই ব্যাপারে সৈয়দ ইমাম বাকের বলেন- “বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোন ক্রান্তিলগ্নে সবার আগে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক এর নির্দেশে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র মানুষদের ক্ষুধার কষ্ট কিছুটা লাঘবে ফান্ড গঠন করে নববর্ষের উপহার হিসেবে আজকে তাদের মাঝে পৌছে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী, সাবেক নেতৃবৃন্দ ও শ্রদ্ধেয় শিক্ষকরাও এগিয়ে আসেন। ইনশাল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই যুদ্ধে জয়ী হবো। “

এসএস/এমএইচ/বাংলাবার্তা