Friday, July 11, 2025
Homeশিক্ষাক্যাম্পাসহ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করলো ইবি ছাত্রলীগ

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করলো ইবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক


করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার সকাল থেকে কুষ্টিয়ার চৌড়হাস মোড়, মজমপুর, এনএসরোড সহ বিভিন্ন এলাকায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও লিফলেট বিতরণ করে ইবি শাখা ছাত্রলীগ।


শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ ও সাবেক গ্রন্থাগার বিষয়ক সম্পাদক আলামিন জোদ্দার এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করে তারা।


এসময় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন পথচারী, ট্রাফিক পুলিশ, দিনমজুর, রিকশাচালক, সিএনজিচালক ও সাধারণ মানুষের মাঝে সামগ্রীগুলো বিতরণ করেন।


শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে। সেই ধারাবাহিকতা থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আজকের কর্মসূচী। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে বলে তিনি জানান।

এমডি/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments