বিশেষ প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাদেকে ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও খালাস দিয়েছেন মামলার আরেক আসামি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজানকে ।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দণ্ডপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতে
রাজধানী ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। এদিকে, আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানাও ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, বাংলাদেশি বংশোদ্ভুত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ও শরিফুল ইসলাম।