নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে হতদরিদ্র সিএনজি ড্রাইভার, রিক্সাচালক, হোটেল -দোকানের কর্মচারীদের মাঝে মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দিন পক্ষে থেকে ‘ঈদ উপহার’ হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক এবং চবির উর্ধ্বতন সহকারী জাহাঙ্গীর আলম জনি বলেন, ভয়াবহ করোনার এই প্রতিকূল পরিস্হিতিতে হত দরিদ্র বাস-সিএনজি-রিক্সা চালক এবং বিভিন্ন হোটেল দোকান এর কর্মচারীরা দীর্ঘদিন কর্মহীন হয়ে গৃহবন্দী। সাধ্যমত নিজের সার্মথ্যঅনুযায়ী ব্যক্তিগত এবং পারিবারিক অর্থয়নে সংকটসময়ে ঈদ উপহার নিয়ে হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরোপয়েন্ট থেকে রেলগেইট,১নং গেইট পর্যন্ত সিএনজি চালক সমিতি, রিক্সাচালক সমিতি, কর্মচারী ২’শ জন হত দরিদ্র দের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
এসএস/এমএইচ/বাংলাবার্তা