স্থগিত হল চসিক নির্বাচন, করোনা প্রকোপ না কমলে কোন নির্বাচন হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনও স্থগিত করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ২১ মার্চের পর করোনা প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে চসিক নির্বাচন নিয়ে ব্যপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত জানাল সংস্থাটি।

এসএস/এমএইচ/বাংলাবার্তা