বিশেষ প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন। এতে স্ত্রী ও শাশুড়িকে আত্মহত্যায় প্ররোচনার জন্য দায়ী করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ জানুয়ারি রাজধানীর মিরপুরে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। আত্মহত্যার পূর্বে পুলিশ সদস্যের ফেসবুকে স্ট্যাটাস থেকে স্পষ্ট যে তার স্ত্রী ও শাশুড়ির মানসিক অত্যাচারের কারণেই এই আত্মহত্যা।
সভাপতি ড. আব্দুর রাজ্জাক খাঁন বলেন, ‘নারী-পুরুষ উভয়ই নির্যাতনের শিকার হলেও, পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আইনি সুরক্ষা দেওয়ার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। এর কারণে যদি কেউ প্রাণ হারায়, তবে এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। আমরা দাবি জানাচ্ছি, পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনার জন্য স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হোক।’
মানববন্ধনে এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমসহ উপস্থিত ছিলেন সংগঠনের কর্মীরা।