বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষককে শনাক্ত করেছে র্যাব। তাকে নজরদারিতে রাখার পর আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাটি।
সেই ধর্ষকের নাম মজনু। থাকেন বনানীর পরিত্যাক্ত রেলের বগিতে। বয়স ২৫-৩০ বলে জানা যায়।
চিহ্নিত ব্যক্তি সিএনজি চালক। শতভাগ নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর।
রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী।
বান্ধবীর বাসায় যাওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। বাস থেকে নামার পর তাকে মুখ চেপে ধরে রাস্তার পাশে ঝোপে নিয়ে মারধর ও ধর্ষণ করা হয়। অজ্ঞান হয়ে যান ওই ছাত্রী। পরে জ্ঞান ফিরলে বান্ধবীর সাথে যোগাযোগ করে পুরো ঘটনা খুলে বলেন। বান্ধবী তাকে ক্যাম্পাসে এনে অন্য বন্ধুদের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ঘটনা জানাজানি হওয়ার পরপরই আন্দোলন শুরু করে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয় ভিসি, প্রক্টর ও শিক্ষকরা। গত দুইদিন ধরে ঘটনার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পুরো দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। অপরাধীর দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় এসব আন্দোলন থেকে।