নিজস্ব প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যােগে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) গুলিয়াখালী সমুদ্র সৈকতে ‘ভাষা আন্দোলন, স্বাধীনতা ও শেখ মুজিব’র উপর এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামশেদ খান ও ফাহাদ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া বাকের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শহীদুল্লাহ কায়সার আহমেদ লিপন, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট লেখক ও গবেষক মাসুম চৌধুরী, জার্মান আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোবারক আলী বকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বদিউল আলম, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মঞ্জু, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন, রাব্বানী, জাহাঙ্গীর ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা সামি আল মুজতবা শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম ছাত্রলীগকে জাতীর জনকের আদর্শ বুকে ধারন করে আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শেখ আতাউর রহমান বলেন, শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য প্রোগ্রাম করলে চলবে না, নেতৃবৃন্দের বক্তব্যের বাস্তবায়ন করতে ছাত্রলীগকে কাজ করার আহ্বান জানান তিনি।