নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৪জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, সিলেটের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন চারজন রোগীর মধ্যে দুইজনের অবস্থা কিছুটা আশংকাজনক। অন্য দুই রোগীর অবস্থা এখন অনেকটা ভালো।
এদিকে সোমবার সুনামগঞ্জ থেকে আসা রোগী ও গোলাপগঞ্জের রোগীর অবস্থা কিছুটা আশংকাজনক। আজ (বুধবার) তাদের জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এখনো তাদের রিপোর্ট হাতে এসে পৌঁছায়নি বলেও জানান এ চিকিৎসক।
এমডি/ এমএইচ/ বাংলাবার্তা