সিটি মেয়রের সঙ্গে চুয়েট ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ


ক্যাম্পাস প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটি।


সোমবার (০২ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন সম্রাটের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।


পরে নব গঠিত কমিটি মেয়রকে মিষ্টিমুখ করান। এসময় মেয়র পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংগঠনিক কার্যক্রম সু-শৃঙ্খলভাবে পালন করতে পরামর্শ দেন।


বাংলাবার্তা/এমএম/এমএইচ