Thursday, July 10, 2025
Homeবিভাগচট্টগ্রামসন্দ্বীপে পেশাজীবীদের জন্য ছাত্রলীগ নেতা ফয়সালের ব্যতিক্রমী উদ্যোগ

সন্দ্বীপে পেশাজীবীদের জন্য ছাত্রলীগ নেতা ফয়সালের ব্যতিক্রমী উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক:


চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপেকরোনাভাইরাস মোকাবেলায় নিয়োজিত পেশাজীবীদের দ্বিতীয় দফায় নিজস্ব অর্থায়নে পিপিই উপহার দিয়েছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোক্তাদের মাওলা ফয়সাল।
মঙ্গলবার (১২ মে) সন্দ্বীপের বিভিন্ন জায়গায় কর্মরত এমবিবিএস ডাক্তার, পল্লী চিকিৎক, সরকারী চাকুরীজীবি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে ৬০ সেট পিপিই বিতরণ করা হয়।


এ বিষয়ে ছাত্রলীগ নেতা মোক্তাদের মাওলা ফয়সাল বলেন, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় সামনে থেকে যুদ্ধ করছেন ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা। তারা যদি নিজেরা সুস্থ্য থাকেন তবে আমাদেরকে ভালোভাবে সেবা দিতে পারবেন। তাই এই বিষয়টি মাথায় রেখে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দ্বীপরত্ন আলহাজ মাহফুজুর রহমান মিতা এম.পি মহোদয়ের পক্ষ থেকে পিপিই উপহার দিয়েছি।
প্রসঙ্গত, এর আগে এই ছাত্রনেতা গত ২৯ এপ্রিল প্রথম দফায় নিজস্ব অর্থায়নে উপজেলা প্রশাসন, থানা ও দ্বীপে কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে পিপিই বিতরণ করেন। যা সব মহলে প্রশংসিত হয়।


এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments