Thursday, July 10, 2025
Homeজাতীয়দেশজুড়েশেখ ফজলুল হক মনির ৮০ তম জম্মদিন আজ

শেখ ফজলুল হক মনির ৮০ তম জম্মদিন আজ

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮০ তম জন্মদিন আজ। এ নিয়ে দেশজুড়ে চলছে শোকের মাতম।

জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি শাহাদাৎ বরণ করেন। এছাড়াও
তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জম্ম গ্রহণ শেখ ফজলুল হক মনি। জাতির জনকের নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার করেন।

শেখ ফজলুল হক মনির জম্মদিন সারা দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নানান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বেলা ১১ বনানী কবরস্থানে শহীদ শেখ মনি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ, বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও দুপুর ২ টায় ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments