নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিবের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার
ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে নির্দয়ভাবে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগ কর্মী রাকিবকে এলোপাথারি গুলি ও কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সে আমাদের ছেড়ে চলে যায়। আমরা অবিলম্বে খুনী, রগ কাটা শিবিরের রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানাই। একই সাথে এই হত্যার সাথে জড়িতেদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
বাংলাবার্তা/এমএম