Friday, July 18, 2025
Homeজাতীয়দেশজুড়েশিক্ষা উপমন্ত্রীর বাসভবনে চুরি, এসআই দিলেন গ্রিল মেরামতের পরামর্শ,‘উদ্বেগ’

শিক্ষা উপমন্ত্রীর বাসভবনে চুরি, এসআই দিলেন গ্রিল মেরামতের পরামর্শ,‘উদ্বেগ’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকায় যে বাসায় ভাড়া থাকেন তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। থানায় জানানোর পরও তারা নিরাপত্তা জোরদার করেনি বলেও তিনি জানান।


মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা উপমন্ত্রীর ফ্ল্যাটের এক ফ্লোর নিচের ফ্ল্যাটে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বুধবার (১১ মার্চ) শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, এর আগে একাধিকবার বাসার নিরাপত্তা বাড়ানোর জন্য বনানী থানাকে বলা হয়েছে। তবে থানার পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বনানী থানার এমন অবহেলার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এক বছর আগে ডিএমপি কমিশনারকে আমার বাসার নিরাপত্তার জন্য চিঠি দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ কোনও ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে বিষয়টি জানাবো।


নওফেল বলেন, মঙ্গলবার রাতে গ্রিল কেটে নিচের বাসায় চুরির ঘটনার পর আবারও নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য বনানী থানাকে অবহিত করা হলে একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করে বনানী থানার ওই এসআই গ্রিল মেরামতের পরামর্শ দিয়ে গেছেন।


এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments