শালিসে ইউপি সদস্য প্রার্থীকে গণধোলাই


সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ দোয়ারাবাজারে শালিস বৈঠকে বিতর্কে সুরমা ইউনিয়নের উপ নির্বাচনের ইউপি সদস্য প্রার্থী হযরত আলীকে গণধোলাই দেওয়ার খবর পাওয়া গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে গিরিস নগর গ্রামেন সরাফত ও আজব পুর গ্রামের তোফাজ্জলের সাথে দীর্ঘ দিনের বিরুদ্ধ মিমাংসার লক্ষে শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিস এক পর্যায়ে অসুন্দর অসালিন কথা বলায় হযরত আলীকে স্থানীয় যুবকরা কিপ্ত হয়ে তাকে গণধোলাই দেওয়া হয়। এই সময় তোফাজ্জল,রহমত আলী,দুলাল মিয়া, হযরত আলী আহত হয়।পরে স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে দোয়ারাবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এই বিষয়ে হযরত আলী বলেন, তারা দাঙ্গা বাজ মানুষ, কথা বলার এক পর্যায়ে আমার উপর হামলা চালায়।


মালিস বৈঠকে উপস্থিত ইকবাল হোসেন বুলো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হযরত আলী শালিস বৈঠকে প্রথম থেকে ঊশৃংখল ও অশালীন কথাবার্তা বলে আসছিলেন,কথা বলার এক পর্যায়ে স্থানীয় যুবকরা চড় থাপ্পড় মারে পরে বিষয়টি আমরা নিয়ন্ত্রণে এনেছি।
সাবেক ইউপি চেয়ারম্যান শাহজান মাষ্টার বলেন, হযরত আলী শালিস বৈঠকে অসুন্দর কথা বলায় উপস্থিত যুবকরা কিপ্ত হয়ে যায়,পরে বিষটি আমরা নিয়ন্ত্রণ করেছি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাশেম বিষটি তার জানা নেই বলে জানান।