জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছেন রাশেদুল ইসলাম। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার আদেশের প্রেক্ষিতে তিনি সেখানে যোগদান করেন।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে তিনি কর্মস্থলে যোগদান করেন। এতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
জানা যায়, রাশেদুল ইসলাম ২০১০ সনে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসবে যোগদান করেন। পরে একের পর এক ডাবল মুরিং, পতেঙ্গা, ইপিজেট ও বায়েজিত থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ তাকে লোহাগাড়া থানায় যোগদানের চিঠি দেন।