‘রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট’এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক:

‘রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট’ ২য় বছরে পদার্পণ করেছে। প্রথমেই ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ক্লাবের বর্তমান সভাপতি রোটার‍্যাক্টর মাহমুদ উল্লাহ সহ ক্লাবের সচিব, সাধারণ সদস্যবৃন্দ, বোর্ড সদস্যবৃন্দ।

রোটার‍্যাক্টর ও রিজিওনাল সেক্রেটারি মো. আরফাত উদ্দিন মামুন বলেন, এই ক্লাবের সার্বিক কার্যক্রম নিয়ে আমি অত্যন্ত আনন্দিত। ‘রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের নাফ রিজিওনের অধীনে থাকা একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক ক্লাব।
তিনি আরো বলেন, এই ক্লাবটা গত এক বছরে অনেকগুলো সফল প্রোগ্রাম ডিস্ট্রিক্টকে উপহার দিয়েছে। ক্লাবের সকল সদস্যবৃন্দের ঐকান্তিক চেষ্টায় তারা তাদের প্রত্যেকটা প্রোগ্রাম সুন্দরভাবে সফল করতে পেরেছে। আমি নিয়মিত অবাক হই তাদের প্রত্যেকটা প্রোগ্রাম কিংবা প্রজেক্টের ভিন্নতা দেখে। কারণ তাদের প্রত্যেকটা প্রজেক্টই সৃজনশীলে ভরপুর।
আশা করি অদূর ভবিষ্যতেও তারা তাদের সুনাম ধরে রেখে ডিস্ট্রিক্টকে নতুন নতুন সৃজনশীল প্রজেক্ট উপহার দিতে সক্ষম হবে। ক্লাবের সদস্যবৃন্দের প্রাণে নতুন আশা জাগুক, স্বপ্ন জাগুক। এই আশা আর স্বপ্ন পূরণের লক্ষ্যেই তাদের পথচলা নতুন বছরে নতুন পরিকল্পনায় শুরু হোক। বড় বড় স্বপ্নগুলো তাদের ভেতরে বেড়ে ওঠুক,তাদের সাহসী এবং উদ্যমী করে তুলুক এরপর দৃঢ়চেতা করে তুলুক এবং স্বপ্নগুলো অর্জিত হোক। আমি আবারো সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানিয়ে এই ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এসএস/এমএইচ/বাংলাবার্তা