চট্টগ্রাম অফিসঃ
কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালায় বেপরোয়া শ্যামলী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের নিচে আটকা পড়েছে আরো দুইজন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। আহত ২ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরন করা হয়েছে। হতাহত ৪ জনই প্রাইভেট কারের যাত্রী।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ঘটনাস্থলে ২ জন প্রান হারিয়েছে। তাৎক্ষনিক হতাহত কারো পরিচয় পাওয়া যায়নি।