
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদ রানা (৪৫) নামে এক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাব সহকারী ছিলেন। তিনি রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ জুলাই) ভোরে তিনি মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাসুদ রানার করোনার উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুর পর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার পরই বলা যাবে।মাসুদ রানার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এসএস/এমএইচ/বাংলাবার্তা