বিশেষ প্রতিনিধিঃ
রউফুন বসুনিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সংলগ্ন বসুনিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এরপর বসুনিয়ার জীবন থেকে শিক্ষা নিতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, শহীদ রাউফুন বসুনিয়া শিক্ষার অধিকার আদায়ে সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন। তাই আজকের দিনে আমাদের প্রত্যাশা তরুণ প্রজন্ম বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবির সহিংসতা ছেড়ে শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে আসবে।