Friday, July 18, 2025
Homeবিভাগচট্টগ্রামযুবদের বিশ্বজয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

যুবদের বিশ্বজয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

রাঙামাটি প্রতিনিধিঃ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ টিমকে শুভেচ্ছা জানায় তারা।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি পৌরসভা চত্বর হতে একটি আনন্দ মিছিল বের হয়ে কাঁঠালতলী, বনরুপা, হ্যাপীর মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। ভারতের মতো শক্তিশালী দেশকে টপকিয়ে চ্যাম্পিয়ন হওয়া এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আর পিছিয়ে নেই। সামনের দিনে ক্রিকেটারদের জন্য এটি অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশ এই প্রথম কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করলো। এটি আমাদের জন্য বড় পাওয়া। বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছে তা ভুলবার মতো না। আশা করছি তাদের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল দাশের সভাপতিত্বে সমাবেশে সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments