ময়মনসিংহ: জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা, পাসের হারে ছেলেরা

নিজস্ব প্রতিবেদক:
 

ময়মনসিংহ বোর্ডের ফলাফল অনুযায়ী পাসের হারে এগিয়ে রয়েছে ছেলেরা এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। পরীক্ষায় অংশ নেওয়া ৬৩ হাজার ৬০৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৫০ হাজার ৯৯৪ জন, পাসের হার ৮০.১৭। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৪৬ জন। অপরদিকে ৬১ হাজার ৩৫৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ১৩১ জন, পাসের হার ৮০.০৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৮৮ জন।

 
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে শেরপুর জেলা। এ জেলা থেকে ১৫ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ১৯৩ জন। পাসের হার ৮৩.১ শতাংশ। এছাড়াও ময়মনসিংহ জেলা থেকে ৫৫ হাজার ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৪০৫ জন। পাসের হার ৮০.০৫ শতাংশ। নেত্রকোনা জেলা থেকে অংশ নেয়া ২২ হাজার ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৮৭১ জন, পাসের হার ৭৯.৭৪ শতাংশ। জামালপুর জেলা থেকে ৩১ হাজার ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ হাজার ৬৫৬ জন, পাসের হার ৭৮.৯৯ শতাংশ।
 
এদিকে চার জেলায় ২১টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করলেও ২টি প্রতিষ্ঠানের একজনও পাস করেনি। বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ২৪ হাজার ৮৩৪ জন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা