Thursday, July 10, 2025
Homeজাতীয়ময়মনসিংহে বজ্রপাতে শিশুর মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবার সঙ্গে জমিতে ধান আনতে গিয়ে বজ্রপাতে জ্বীম আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে বজ্রপাতে তার মৃত্যু হয়। উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ছোট রাঘবপুর গ্রামের কৃষক এমদাদুল হকের মেয়ে জ্বীম। সে ঈশ্বরগঞ্জের একটি মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতো।
 
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সকালে তার বাবা মাঠে ধান কাটতে যান। আকাশ মেঘলা হওয়ায় জমি থেকে ধান আনার কাজে বাবাকে সহায়তা করছিলো জ্বীম ও বড় বোন মীম। এসময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঝড় থামার পর স্বজনরা জ্বীমকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments